https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

গুজব ছড়ালে বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না: ডিসি পটুয়াখালী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ২:১৫

শেয়ার করুনঃ
গুজব ছড়ালে বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না: ডিসি পটুয়াখালী

পটুয়াখালী জেলা প্রশাসক মো: নুর কুতুবুল আলম বলেছেন, 'জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কোন প্রচার মাধ্যমে গুজব ছড়িয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না। সরকারি কর্মকর্তাদের তাদের স্ব স্ব অফিসের তথ্য অফিসিয়াল ওয়েব পোর্টালে দিয়ে রাখতে হবে। যাতে প্রতিটি নাগরিক তথ্য সেবা পেতে পারে। এর ব্যত্যয় হলে তাকে বিপদে পড়তে হবে। জেলা প্রশাসক মো: নুর কুতুবুল আলম বুধবার বিকেলে পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে পটুয়াখালীতে সদ্য যোগদানকারী জেলা প্রশাসক আরও বলেন, 'শিশুদের জন্য অচিরেই কলাপাড়ায় খেলার মাঠ তৈরি করা হবে। শিল্প সংস্কৃতির বিকাশে শিল্পকলা একাডেমীকে আরও আধুনিকায়ন করা হবে। আইনজীবীদের আদালত ভবন ও বার ভবনের জায়গা নিয়ে সমস্যা সমাধানে জেলা প্রশাসন ইতিবাচক ভূমিকা রাখবে। জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত মানুষ যাতে দ্রুত প্রতিকার পেতে পারে সেজন্য আমি কাজ শুরু করেছি। অল্প কিছুদিনের মধ্যেই আপনারা সব কিছুতে পরিবর্তন দেখতে পাবেন। নদী, খাল, স্লুইজ গেট দখলমুক্ত করা, বাল্য বিয়ে, মাদক প্রতিরোধ এবং শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ শিক্ষার মান বজায় রাখার বিষয়ে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।'

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, পৌর মেয়ার বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালব তালুকদার,  উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম বাবুল, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি  অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, আইনজীবী কল্যান সমিতির সভাপতি অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক, কলাপাড়া প্রেসক্লাব সভাপিত মো. হুমায়ুন কবির প্রমূখ।

মতবিনিময় সভার শুরুতে উন্মুক্তভাবে মতবিনিময় করেন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ। জেলা প্রশাসক সকলের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তার বক্তব্যে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

যাওয়ার জায়গা, বিচার চেয়ে মরার হুমকি বিধবার !

যাওয়ার জায়গা, বিচার চেয়ে মরার হুমকি বিধবার !

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর কলারণ গ্রামে ভূমি বিরোধকে কেন্দ্র করে এক বিধবার পরিবারের ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন ও হয়রানির অভিযোগ উঠেছে প্রতিবেশী প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। বিচার না পেয়ে হতাশা প্রকাশ করে “মোগো যাওয়ার যায়গা নাই, বিচার না পাইলে মোরা মইরা যামু”—এভাবে আক্ষেপের সঙ্গে কথাগুলো বলেন নির্যাতিত বিধবা আরেফা বেগম (৬৫)। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে আরেফা বেগম ও তাঁর পুত্রবধূ

রাজবাড়ীতে ছাত্র আন্দোলনে হামলা, ইউপি চেয়ারম্যানসহ ১০ জন কারাগারে

রাজবাড়ীতে ছাত্র আন্দোলনে হামলা, ইউপি চেয়ারম্যানসহ ১০ জন কারাগারে

রাজবাড়ীতে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে রাজবাড়ী ১নং আমলী আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক মো. তামজিদ আহম্মেদ তা নামঞ্জুর করেন। আসামিরা হলেন—মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আজম

ঝালকাঠিতে এসএসসি পরীক্ষায় নকল: ১২ শিক্ষার্থী বহিস্কার, ১৩ শিক্ষকে অব্যাহতি

ঝালকাঠিতে এসএসসি পরীক্ষায় নকল: ১২ শিক্ষার্থী বহিস্কার, ১৩ শিক্ষকে অব্যাহতি

ঝালকাঠি জেলায় এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গণিত বিষয়ের পরীক্ষায় নকলসহ হাতেনাতে ধরা পড়ায় ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার এবং এক কেন্দ্রসচিবসহ ১৩ জন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) জেলার নলছিটি, কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলার বিভিন্ন কেন্দ্রে এই অনিয়মের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। নলছিটি উপজেলার

পাঁচবিবিতে ছাত্রদল নেতাকে গুলি, কিলার আটক

পাঁচবিবিতে ছাত্রদল নেতাকে গুলি, কিলার আটক

জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরে জেলা ছাত্রদলের সাবেক জনপ্রিয় নেতা মোঃ শামীম হোসেনকে হত্যার উদ্দেশ্যে ছয়জন ভাড়াটে সন্ত্রাসী একাধিক রাউন্ড গুলি ছোঁড়ে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান শামীম। এ সময় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে একজন কিলারকে পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ আটক করে গণপিটুনি দেয়। বাকি পাঁচজন পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে পৌর সুপার মার্কেটে অবস্থিত

হাকিমপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ

হাকিমপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১নং খট্রামাধবপাড়া ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব, দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ভুয়া তালিকা তৈরি করে অন্তত ১৮শ' জনের নামে বরাদ্দকৃত প্রায় ১৮ টন চাল আত্মসাৎ করেছেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানসহ একাধিক জনপ্রতিনিধি। এই ঘটনায় ইউনিয়নের প্রায় ৩ শতাধিক গরীব মানুষ চাল না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত