প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ২:৬
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামের উত্তর পাড়ায় ফাহিম হোসেন (৮) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। শিশু ফাহিম সাহেবনগর গ্রামের উত্তরপাড়ার কৃষক আরিফুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (১১এপ্রিল) দুপুরের দিকে সাহেবনগর গ্রামের দামুস বিলের একটি পুকুরে ফাহিম সহ তার ২জন বন্ধু গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে মাছধরার চেষ্টা করার সময় পুকুরের গভীরে পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরে ফাহিমের বন্ধুদের চিৎকারে স্থানীয়রা গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
সাহেবনগর গ্রামের বাসিন্দা সুজন হোসেন জানান, ফাহিম সহ তার আরাে দুই বন্ধু গ্রামের দামুস বিলের পুকুরে গােসল করতে যায়। এক পর্যায়ে সে আকস্মিক ভাবে পানির নিচে ডুবে যায়। অনেক খােঁজাখুজির পর তার মরদেহ পানি থেকে উদ্ধার করা হয় ।
মঙ্গলবার বিকেলে ফাহিমের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
স্থানীয়দের বরাত দিয়ে ঘটনার তথ্য নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী।