
একমাসে মাদক বিরোধী অভিযানে বরিশালে গ্রেফতার ৬৬

জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৪ এপ্রিল ২০২৩, ১:৫০
শেয়ার করুনঃ

গত একমাসে টানা মাদক বিরোধী অভিযানে বরিশাল জেলার ১০ টি থানায় ৪৯ টি মামলায় ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসময় ৩ কেজি ৫৭৭ গ্রাম গাঁজা, ১ হাজার ৫৫ পিস ইয়াবা, ১টি গাঁজার গাছ, ১০৬ বোতল ফেন্সিডিল, ১২ লিটার চোলাই মদ, ৫ লিটার বিদেশী মদ ও ৬টি বিয়ার উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম- বিপপিএম বলেন, দায়ের হওয়া মাদক মামলা গুলোর তদন্ত চলমান রয়েছে।
তিনি আরও জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলা পুলিশের ১০টি থানা এলাকায় পুলিশি অভিযান জোরদার করাসহ টহল ডিউটি বৃদ্ধি এবং মাদক বিরোধী অভিযানও জোরদার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ
