প্রকাশ: ৮ মার্চ ২০২৩, ২৩:৫৩
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬০) পরিচয়ধারী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেটের উত্তর দিকে উত্তর গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন আসার সময় নিহত ব্যক্তিটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মারা যান। এসময় তার মাথা দেহ থেকে বিছিন্ন হয়ে যায়। তার মুখে দাঁড়ি পরনে নীল রঙের চেক লুঙ্গি ও পাঞ্জাবী রয়েছে। তবে লোকটি আত্মহত্যা করেছে বলে ধারণা করেছে এলাকাবাসী।
হাকিমপুরের হিলি রেলওয়ে জিআরপি থানার ইনচার্জ রফিকুল ইসলাম জানান,দুর্ঘটনা কবলিত এলাকাটি সান্তাহার রেলওয়ে জিআরপি থানার অধিনে হওয়ায় সেখানে খবর দেওয়া হয়েছে।