প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০:৪৮
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি মো. মোস্তফা মুন্সী'র ব্যাক্তিগত ফেসবুক আইডি হ্যাকিং এর স্বীকার হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আইডিটি হ্যাকিং এর স্বীকার হয়েছে বলে নিশ্চিত করেছেন মোস্তফা মুন্সী।
মোস্তফা মুন্সী জানান, শনিবার দুপুর ১২টার দিকে তিনি তার ব্যাক্তিগত ফেসবুকে আইডিতে ঢুকতে গেলে তার পাসওয়ার্ড ভুল দেখায়। কিছু সময় পরে তার পরিচিত মোঃ ছরোয়ার হোসাইন নামে একজন জানায় অজ্ঞাতনামা কোন ব্যক্তি তার ফেসবুক এর ম্যাসেঞ্জারের মাধ্যমে তার সাথে যোগাযোগ করে নগদ/বিকাশ নম্বরে টাকা চাচ্ছে। আমার ধারনা অজ্ঞাতনামা কোন ব্যক্তি অসৎ উদ্দেশ্যে আমার ফেসবুকের একাউন্ট হ্যাক করে আমার পরিচিত লোকজনের নিকট বিভিন্ন অংকের টাকা চাচ্ছে। যাতে আমার মানহানিসহ সামাজিক ভাবে মর্যাদা খুন্ন হচ্ছে।
তিনি আরো বলেন, এ ব্যাপারে কেউ যেন বিভ্রান্ত না হয় সে কারণে সবাইকে আমি জ্ঞাত করছি। আমার অ্যাকাউন্ট থেকে করা কোনও মন্তব্য আমার মন্তব্য হিসেবে ধরা যাবে না। সেজন্য সবাকে সতর্ক করছি। আইডিটি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।