প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২, ১:২৩
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান স্বাধীনতার সূতিকাগার ঐতিহাসিক মুজিবনগর খ্যাত মেহেরপুর জেলায় প্রথমবারের মতো পদচারণ করেন।
শনিবার (২৬শে নভেম্বর) সকালে দেশের শীর্ষস্থানীয় বানিজ্যিক আইএফআইসি ব্যাংকের ১০০০তম মুজিবনগর শাখার উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও সংসদ সদস্য সালমান এফ রহমান মেহেরপুরের মুজিবনগরে আসেন। এসময় মুজিবনগর স্মৃতিসৌধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন এবং পুষ্পমাল্য অর্পণ করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টার এ সফরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।