
আগামীকাল কুয়াকাটায় রাস উৎসব, চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি

প্রকাশ: ৬ নভেম্বর ২০২২, ০:৭

আগামীকাল (সোমবার) পর্যটন নগরী কুয়াকাটায় হিন্দুধর্মালম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী অন্যতম ধর্মীয় উৎসব রাস পুর্ণিমার মেলা ও গঙ্গা ¯œান অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ভোরে পুন্য ¯œানের মধ্যদিয়ে শেষ হবে এই উৎসবের।
এ রাস উৎসবকে ঘীরে কুয়াকাটায় ৩দিন ব্যাপী মেলা বসেছে। রাস মেলায় কৃঞ্চের হাজার হাজার ভক্ত বৃন্দদের আগমন ঘটবে। লাখো পুণ্যার্থী ও দর্শনার্থীদের আগমন ঘটবে এমনটাই জানিয়েছেন পুজা উদযাপন কমিটি।

রাস পুর্ণিমার মেলা ঘিরে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও সেবাশ্রম সাজনো হচ্ছে নতুন সাজে। চলছে শেষ সময়ের প্রস্তুতি। কারিগরদের নিপুন হাতের ছোয়ায় রং করা হচ্ছে ১৮ জোড়া যুগল প্রতিমা।
সোমবার দুপুরের পর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে পুন্যার্থীরা কুয়াকাটা সৈকতে এসে সমবেত হবে। আগামীকাল সোমবার সন্ধায় পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন রাস উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মেলার সামগ্রী নিয়ে এসে পসরা সাজিয়েছে।

মেলা ও গঙ্গা স্নানকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে কুয়াকাটা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। সিসি ক্যামেরা সহ নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।
কলাপারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য জানান, ০৮ নভেম্বর সকালে কুয়াকাটায় অনুষ্ঠিত হবে পূন্যস্নান। তাই আগতদের সার্বিক নিরাপত্তা দিতে সকল ধরনের প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে।


সর্বশেষ সংবাদ
