প্রকাশ: ৩ অক্টোবর ২০২২, ২৩:৩১
সেপ্টেম্বরে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪০৭টি। এতে প্রাণ হারিয়েছেন ৪৭৬ জন। এই সময়ে আহত হয়েছেন ৭৯৪ জন।
সোমবার (৩ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক্স গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪০৭টি। নিহত হয়েছেন ৪৭৬ জন। নিহতদের মধ্যে নারী ৬২ ও শিশু ৭৭ জন। একই সময়ে ৯টি নৌ দুর্ঘটনায় ৭৮ জন নিহত এবং ৩ জন নিখোঁজ আছেন। ১৮২টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে ১৬৯ জন প্রাণ হারিয়েছেন। ২১টি রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৩ এবং পথচারী নিহত হয়েছেন ১০৪ জন।
এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬২ জন শিক্ষার্থী এবং ১৪ জন শিক্ষক নিহত হন। দুর্ঘটনায় ১৯ থেকে ৬৫ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন। আর আহতদের অনেকেই বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন আছেন।