প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২২, ৩:৩৯
কুমিল্লা দেবীদ্বারে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত হয়েছে। মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার পৌর ভিংলাবাড়ী এলাকার কোম্পানিগঞ্জ গোমতী ব্রীজের পাশে ঘটনাটি ঘটে।
দূর্ঘটনায় নিহত মোঃ ফারুক দেবীদ্বার উপজেলার বারুর গ্রামের মোঃ হোসেন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পান্নারপোল মদিনা বেকারি থেকে মালামাল নিয়ে কোম্পানিগন্জের দিকে একটি ভ্যান যাওয়ার পথে এখানে জ্যামে আটকে পরে, হঠাৎ ভ্যানের সামনে থাকা ট্রাকটি পেছনের দিকে চাপ দিলে ভ্যান চালক ঘটনাস্থলেই মারা যান।
মদিনা বেকারির সত্বাধিকারী মোঃ ইব্রাহীম মিয়ার ভাগিনা মোঃ আনোয়ার হোসেন জানান, দীর্ঘ ৪/৫বছর যাবৎ নিহত ফারুক আমাদের দোকানে কাজ করতো। সে শতকরা ৭টাকা কমিশনে বিভিন্ন মার্কেটে মালামাল সেলস করতো। এতে দৈনিক তার ৪-৫ শত টাকা ইনকাম হতো। সে আজ সকালে দোকান থেকে মালামাল নিয়ে মিরপুর মার্কেট করতে যাওয়ার পথে ট্রাক চাপায় নিহত হয়েছে বলে জানতে পারি। মামা(ইব্রাহীম) লাশের সাথে হাসপাতালে আছেন।
এবিষয়ে দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, বিষয়টি শুনেছি। যেহেতু ঘটনাটি কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের তাই হাইওয়ে পুলিশ ঘটনাটি দেখছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে মিরপুর হাইওয়ে ওসি কামাল উদ্দিন জানান, লাশ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে এবং দূর্ঘটনায় কবলিত গাড়িটি আটক করে রাখা হয়েছে। ট্রাক নাম্বার ঢাকা মেট্রো-ট ১৬-৫৭৫০। মামলার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।