প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ২২:৫২
নাটোরের বড়াইগ্রামে নিজ শয়নকক্ষ থেকে শাবনূর খাতুন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুরগ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
গৃহবধূ শাবনূর খাতুন উপজেলার সংগ্রাম পুরগ্রামের নবাব আলীর ছেলে চান মিয়ার স্ত্রী ও পারকোল গ্রামের আলম শেখের মেয়ে।
মৃতের বাবা আলম শেখ বলেন, ‘সাত বছর আগে চান মিয়ার (৩২) সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের শ্বশুরবাড়ির লোকজন আমার কাছে ১ লাখ ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। এরপর থেকেই প্রতিনিয়ত সেই টাকার জন্য চাপ দিতে থাকেন তাঁরা। আমি সেই টাকা পরিশোধও করি। কিন্তু তাঁরা আরও টাকা দাবি করে আমার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন। বিষয়টি নিয়ে একাধিকবার শালিস মীমাংসাও করা হয়েছে।’
আলম শেখ আরও বলেন, ‘গতকাল নিজ শয়নকক্ষের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় আমার মেয়ের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। যা মাটির ওপরে দাঁড়ানো অবস্থায় ছিল। আমার মেয়েকে ওর শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছেন।’
গৃহবধূর স্বামী চান মিয়া বলেন, ‘আমি ঢাকার একটি কারখানায় কাজ করি। গত বুধবার বাড়ি এসেছি। শাবনূর আমাকে আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলে। পরে আমি তাঁকে দুই দিন পরে যাওয়ার জন্য বলি। এ ঘটনায় রাগ করে বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে।’
এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শক আরও বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী চান মিয়াকে আটক করা হয়েছে।