প্রকাশ: ৮ জুন ২০২২, ১:৩২
পটুয়াখালীর কুয়াকাটায় লতাচাপলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ওয়ার্ডকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী পরিবেশ। হামলা মামলা দিয়ে নির্বাচন বানচাল করতে মরিয়া হয়ে উঠেছে প্রতিদ্ব›দ্বী প্রার্থী। বাঁধা দেওয়া হচ্ছে প্রচার প্রচারণায়। প্রশাসনের হস্তক্ষেপেও বন্ধ হচ্ছে না ষড়যন্ত্র, অপপ্রচার। মঙ্গলবার সকাল ১০ টায় নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ করেছেন ইউপি সদস্য পদপ্রাথী আবুল হোসেন কাজী (মোরগ প্রতীক)। সাংবাদ সম্মেলনে এসময় নারীসহ তিন শতাধিক কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে মৎস্য ব্যবসায়ী আবুল হোসেন কাজী লিখিত বক্তব্যে জানান, লতাচাপলী ইউনিয়নের ২ নং ওয়ার্ড থেকে মোরগ প্রতীক নিয়ে মেম্বর প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করছেন তিনি। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী আঃ জলিল ঘরামী (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন। জলিল ঘরামী জনপ্রিয়তা ঈর্ষান্নিত হয়ে নানা ষড়যন্ত্র ও অপকৌশল চালিয়ে আসছে। বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে হামলা ও মারধর করছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। ইতোমধ্যে ৫টি মিথ্যা মামলায় ৭০ জন কর্মী সমর্থককে আসামী দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বাধার সৃস্টি করছে জলিল ঘরামী। গ্রামে ভোট চাইতে যাওয়ায় ফুটবল মার্কার কর্মীরা আবুল হোসেন কাজীর স্ত্রীর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টা করারও দাবি করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিপক্ষ জলিল ঘরামী অঢেল টাকা ও সম্পদের মালিক। টাকার জোরে আমার কর্মী সমর্থকদের কিনে নিয়ে যাচ্ছে। যারা তার টাকা নিতে অস্বীকৃতি জানায়, তাদের উপর বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসী বামনার কামাল, কুয়াকাটা পৌরসভার হাসিব, ইমরান, হানিফ ও ইলিয়াস হামলা ও মারধর করে। এ হামলা ও মারধরে তার ২৩ জন কর্মী সমর্থক আহত হয়েছে। নির্বাচনে হেরে যাবে জেনে নানা রকম মিথ্যা ও বানোয়াট কল্পকাহিনীর জন্ম দিচ্ছে। নির্বাচন বানচাল করতে নির্বাচনী পরিবেশ নষ্ট করছে। তিনি এ বিষয় উপজেলা নির্বাচন কমিশন এবং প্রশাসনকে অবহিত করার পর তারা জলিল ঘরামীকে সতর্ক করলেও তাতে কোন সুফল আসছে না।
উল্টো হুমকী দিচ্ছে টাকা দিয়ে প্রশাসন কিনে নেওয়ার। মামলা হামলার ভয়ভীতি দেখাচ্ছে। প্রতিপক্ষ জলিল ঘরামী (ফুটবল প্রতীক) প্রার্থীর এ ধরনের অসামাজিক কর্মকান্ড থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন ও প্রশাসনের সহায়তা চেয়েছেন আবুল হোসেন কাজী। এ সময় সংবাদ সম্মেলনে আহত স্ত্রী এবং কর্মী সমর্থকদের গণমাধ্যম কর্মীদের সামনে হাজির করা হয়।
তবে এ বিষয় ফুটবল প্রতীকের মেম্বর প্রার্থী আঃ জলিল ঘরামীর কাছে জানতে চাইলে তিনি হামলা মামলা এবং ষড়যন্ত্রের কথা অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। উল্টো তার কর্মী সমর্থকদের উপর হামলা ও মামলা দিয়ে হয়রানীর পাল্টা অভিযোগ আনেন।