প্রকাশ: ৫ জুন ২০২২, ১:২৫
জয়পুরহাটের পাঁচবিবিতে নিখোঁজের এক দিন পর পুকুরে মিললো হাসানুল ইসলাম হাসু(২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বাগজানা ইউনিয়নের ভীমপুর গ্রামে।
নিহত যুবক ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও একটি মুরগীর খামারে শ্রমিকের কাজ করতেন।
রোববার সকালে পুকুরে লাশ ভাসতে দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল তদন্তের করার জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠান।
বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বলেন,হাসু একটি মুরগীর খামারে শ্রমিকের কাজ করত। গতকাল শনিবার থেকে তাকে পরিবারের লোকজন খুজে পাচ্ছিল না। আজ সকালে একটি পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা।
স্থানীয়রা বলেন,গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে তাকে সাইকেল চালিয়ে হিলি বাজারে যেতে দেখেছি আজ তার লাশ দেখতে হলো।
নিহত হাসুর ছবি বুকে নিয়ে তার হতভাগ্য বাবা শফিকুল কাঁদতে কাঁদতে বলেন,স্থানীয় এক যুবক তার নিকট থেকে টাকা পেতো এবং বার বার ওই টাকার জন্য চাপ দিতো।সময় মত টাকা ফেরৎ দিতে না পারায় তারাই এমন কাজ করতে পারেন বলে দাবী করছেন নিহতের পিতা।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন,ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।