
শ্যামনগর হোমিও ডাক্তারদের বিশেষ প্রশিক্ষণ

প্রকাশ: ৭ অক্টোবর ২০২১, ২০:২২

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগরে হোমিও রিসার্চ ও চিকিৎসা কল্যান সমবয় সমিতির উদ্যেগে হোমিও ডাক্তারদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিক এস এম জাকির হেসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হোমিও রিসার্চ ও চিকিৎসা কল্যান সমবয় সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ এম এ জাফর সিদ্দিক।
অনুষ্ঠানে অত্র সংগঠনের নুরনগর শাখার সভাপতি ডাঃ মাওঃ মাহমুদুল হাসান ইসরাফিল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ ইমরান হোসেন, রাজবাড়ি ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক পলাশ চন্দ্র মন্ডল, গুমানতলী নফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মোঃ মহবুবুর রহমান, ডাঃ বেলাল হোসেন, ডাঃ মাওঃ সাইফুল ইসলাম, ডাঃ জাকির হোসেন, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ডাঃ আঃ রাজ্জাক, ডাঃ শিরিন সুলতানা প্রমূখ।


সর্বশেষ সংবাদ
