প্রকাশ: ৭ অক্টোবর ২০২১, ১৯:০
আজ ৭ অক্টোবর ২০২১,গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার সকাল১১ টায় কালিয়াকৈর পৌর মেয়রের সাথে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর পৌর সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পৌর মেয়র মজিবুর রহমান বলেন, কালিয়াকৈর পৌর নির্বাচনে আর কোনো জটিলতা ও কোন সমস্যা নেই সরকার পক্ষ থেকে সিদ্ধান্ত হবে আমি মেনে সহযোগিতা করব। আমি সরকারের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের চাই।
পৌর মেয়র জনাব মুজিবুর রহমানের আরো বলেন, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এর সহযোগিতায় কালিয়াকৈর পৌরসভা এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। কালিয়াকৈর পৌর মেয়র মুজিবুর রহমান সহ পৌর কাউন্সিলরগণ তাদের মতামত ব্যাক্ত করেন। তাঁরা আসন্ন কালিয়াকৈর পৌর নির্বাচনটি ফেয়ার, সুষ্ঠ, নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হতে সাংবাদিক সমাজের সহায়তা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈরে কর্মরত সাংবাদিক