প্রকাশ: ৩ অক্টোবর ২০২১, ২২:২২
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী টিরোড থেকে নৌ ঘাট পর্যন্ত সরকারি জায়গা দখল করে গাছ ও অন্যান্য সামগ্রী রাখার দায়ে পাঁচজন ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩ অক্টোবর) দুপুর ১২ টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী। এ সময় ভূঞাপুর থানা পুলিশ ও গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী জানান, রাস্তার দুই পাশে মানুষের চলাচলের জায়গা দখল করে গাছ ও বিভিন্ন সামগ্রী রাখার দায়ে পাঁচজন ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরণের কাজ করলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে আমাদের এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।