প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪৬
সবুজায়ন ও পরিবেশ রক্ষার পাশাপাশি সড়কের নান্দনিকতা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে সেচ্ছাসেবী সংগঠন শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক এর উদ্দোগে ৫০০টি বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার। মঙ্গলবার বিকাল ৪ টায় নকিপুর জমিদার বাড়ির রাস্তার পাশে বৃক্ষ রোপনের মধ্যদিয়ে বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা এডমিন আব্দুল আলিম সহ সংগঠনের সেচ্ছাসেবী মোকলেছুর রহমান কাজল, জি এম আবুজার, মুকুল হোসেন, তুহিন, গাজী ইব্রাহিম, নাজমুল হোসেন, রাশেদুল ইসলাম, আব্দুর রহমান, ফারুক হোসেন, ইয়াসিন, মহিউদ্দিন, আবু তাহের, সাইফুল ইসলাম, হাসানুর রহমান, লিটন, মানিক হোসেন প্রমুখ।