প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৪
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ভাই, ভাবি ও তাদের দুই ছেলেমেয়েকে হত্যার দায়ে রায়হানুর রহমান রায়হানকে ফাঁসিতে ঝুলিতে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ মফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।সাতক্ষীরা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ তার সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।