প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ২২:২৯
ভূঞাপুর প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব কার্যালয় চত্বরে ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেন, টাঙ্গাইল- ২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিফ নূর মিনি, প্রবীন সাংবাদিক বদিউজ্জমান খান,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন,ভারপ্রাপ্ত সম্পাদক তাহেরুল ইসলাম তোতা,যুগ্ন সম্পাদক মিনহাজ উদ্দিন,
সাহিনুল ইসলাম তরফদার বাদল,জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি শাহ্ আলম প্রামাণিক,সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আলীম আকন্দ, সিরাজুল ইসলাম কিসলু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,নিকরাইল ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকার, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, অলোয়া ইউপি চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দসহ বিভিন্ন জাতীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।