https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

আশাশুনিতে বিদ্যুৎ লাইনের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় ঝুকিতে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২১, ২০:১৬

শেয়ার করুনঃ
আশাশুনিতে বিদ্যুৎ লাইনের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় ঝুকিতে

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ৪৮ নং ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মরা গাছ ও বিদ্যুৎ লাইনের তার চরম ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোন সময় পথচারী ও স্কুলের শিক্ষার্থীদের উপর পড়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা বিরাজ করছে।  আশাশুনি টু বড়দল সড়কের উপর বিদ্যালয়ের মেইন গেট ও সীমানা প্রাচীরের উপর দিয়ে চালু আছে পল্লী বিদ্যুত সমিতির হাই ভোল্টেজের বৈদ্যুতিক লাইন।

বিদ্যুৎ লাইনের তারগুলো সড়কের পাশের দীর্ঘদিন মরে যাওয়া শুকনো চটকা গাছের বড় বড় ডালসহ তিনটি মরা চটকা গাছ তারের উপর হেলে আছে। ঝড়বৃষ্টি বা বাতাসের চাপে কিংবা স্বাবাবিক ভাবে যেকোনো সময় গাছ বা গাছের বড় ডাল পড়ে গেলে ঘটতে পারে মারাত্মক বৈদ্যুতিক দূর্ঘটনা। স্কুলের দুইশত ফুট দূরে রয়েছে পল্লী বৈদ্যুতের ৩৩ কেভি উপকেন্দ্র। সামনে স্কুল খুললে স্কুলের শিক্ষক, কোমলমতি ছাত্রছাত্রীরা থাকবে সেখানে। এছাড়া প্রতিদিন হাজার হাজার মানুষ ও অসংখ্য যানবাহন চলাচল করে এই রাস্তা দিয়ে। তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতা মন্ডল জানান, হয়তো খুব তাড়াতাড়ি বিদ্যালয় পড়াশোনার জন্য সরকার খুলে দেবে। তার আগেই এই ঝুঁকিপূর্ণ মরা গাছের ডাল কর্তন না করলে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। আমরা আতঙ্কে আছি। স্কুলের শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় সচেতন সাধারণ জনগণ ও পথচারীরা সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ সম্পর্কিত আরও পড়ুন

বাউফলে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বৃদ্ধ গ্রেফতার

বাউফলে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বৃদ্ধ গ্রেফতার

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক মর্মস্পর্শী ধর্ষণের ঘটনায় স্থানীয় বাসিন্দা সালাম খন্দকার (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ এপ্রিল) রাতে অভিযুক্তকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার নাজিরপুর ইউনিয়নে।   জানা গেছে, শনিবার বিকালে ৯ বছর বয়সী এক শিশু নিজ বাড়ির সামনে খেলছিল। তার পরিবারের সদস্যরা পাশের বাড়িতে গেলে সালাম খন্দকার শিশুটিকে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে

হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯ দিনের ছুটি শেষে আজ (৬ এপ্রিল) সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ঈদের ছুটির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর, ভারতীয় একটি পণ্যবাহী ট্রাক হিলি বন্দরে প্রবেশের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু হয়। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২৯ মার্চ থেকে হিলি

মাদারীপুরে সংবাদ সম্মেলনে অভিযোগ, মিথ্যা সংবাদ প্রচার

মাদারীপুরে সংবাদ সম্মেলনে অভিযোগ, মিথ্যা সংবাদ প্রচার

মাদারীপুরের ডাসার উপজেলায়, সরকারি খালের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সৈয়দ শাহআলম। তিনি অভিযোগ করেছেন, কিছু সাংবাদিক তার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করেছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে, ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের ধুলগ্রাম বাজারে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে সৈয়দ শাহআলম জানান, তিনি

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি নিয়োগ পেলেন এডভোকেট নিয়ামুল হক

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি নিয়োগ পেলেন এডভোকেট নিয়ামুল হক

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ পেয়েছেন  জুলাই বিপ্লবের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোগী এডভোকেট নিয়ামুল হক। আজ দুপুরে আইনজীবি নিয়ামুল হক জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে গত ২০ মার্চ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি) শাখা থেকে এ সম্পর্কিত

পানছড়িতে গণতান্ত্রিক যুবফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পানছড়িতে গণতান্ত্রিক যুবফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

"অস্তিত্ব ধ্বংসের কবল থেকে জাতিকে রক্ষার্থে যুবশক্তি পূর্ণস্বায়ত্তশাসনের পতাকা তলে সমবেত হও, প্রতিরোধ গড়ে তোল "এই স্লোগানে পানছড়িতে গণতান্ত্রিক যুবফোরামের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার ( ৫ এপ্রিল ) দুপুরে রমেল চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি শাখার সাধারণ সম্পাদক পরান্টু চাকমা। আলোচনা সভা শুরুতেই সকল শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।  আলোচনা সভায় বক্তারা