প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ২১:৪১
প্রতিটি মানুষ ব্যক্তিজীবনে সুস্থভাবে বেঁচে থাকতে চায়।কিন্তু কারো জীবনে কখনও কখনও দুর্ঘটনার শিকার হতে হয়। তেমনি একজন যুবক রুবেল তালুকদার (২১)। সে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ী গ্রামের মোঃ লালচান তালুকদার (ড্রাইভার) এর ছোট ছেলে। ভাগ্যের নির্মম পরিহাসে তার বাবাকেও সড়ক দুর্ঘটনায় একটি হাত কেটে ফেলায় পঙ্গুত্ব বরণ করতে হয়েছে।তার পঙ্গু বাবার পক্ষে রুবেলের চিকিৎসার ব্যয়ভার কোনোক্রমেই চালানো সম্ভব হচ্ছে না।
রুবেল গত (৪ আগস্ট) একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কালিয়াকুড়ি হেলথ কেয়ার প্রজেক্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার মেরুদন্ডের হাড় ভেঙে গেছে। সে এখন উঠতে বসতে পারে না। এমনকি নড়াচড়া করতে পারে না। এমতাবস্থায় তার উন্নত চিকিৎসার প্রয়োজন।কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে তার চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পথে। টাকার অভাবে রুবেলের অসহায় বাবা তার চিকিৎসা করাতে পারছেন না।ছেলের চিকিৎসা চালিয়ে নিতে ও পঙ্গুত্বের হাত থেকে ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে মানবিক আবেদন জানিয়েছেন রুবেলের অসহায় পিতা।
তার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানিয়েছেন, জরুরি ভিত্তিতে তাকে অপারেশন করাতে না পারলে সে স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারবে না। আর তার অপারেশনের জন্য (প্রায় ৩ লক্ষ) টাকার প্রয়োজন। যা তার অস্বচ্ছল ও দারিদ্র্য পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে। তাই সে সকলের কাছে মানবিক সহায়তার আহবান জানিয়েছে।
তার পারিবারিক সূত্রে জানা যায়, চার ভাই বোনের মধ্যে রুবেল তৃতীয়। তার চিকিৎসার জন্য আত্নীয় স্বজন, বন্ধু বান্ধব ও বিভিন্ন মহল থেকে যে টাকা অনুদান আসছে তাতে তার সাময়িক চিকিৎসা চলছে। এমতাবস্থায় জরুরি ভিত্তিকে তাকে যদি অপারেশন করানো না হয় তাহলে হয়তো সে আর সুস্থ ও স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারবে না। সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে।
এ সময় রুবেল জানান, আমি সুস্থ ও স্বাভাবিক ভাবে চলাফেরা করে বাচঁতে চাই। এজন্য আমি সকল সামর্থ্যবানদের কাছ থেকে সহযোগিতা কামনা করছি। আপনাদের একটু আর্থিক সহায়তা ও মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমি আবার সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। আপনাদের অল্পকিছু সাহায্যই হতে পারে আমার জীবনের আলো।
আর্থিক সহগোগিতার জন্য যোগাযোগ
মোবা-০১৭২২৮৭৯৫৯১