প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ২১:১৯
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রামপুর দক্ষিণ পাড়া গ্রামে শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বজ্রপাতে স্থানীয় মসজিদের একজন ইমামের মৃত্যু হয়েছে। বজ্রপাতে নিহত ইমাম নিজাম উদ্দিন তরফদার (২৫) রামপুর দক্ষিণ পাড়ার আব্দুর রশিদ তরফদারের ছোট ছেলে।
স্থানীয় শরিফ হোসেন বলেন, নিজাম ঝড় বৃষ্টি ও বজ্রপাতের আশংকা দেখে নিজেদের গরুগুলো বাড়ির বাহির আঙিনা থেকে ঘরে আনতে থাকে, এসময়ে একটি বজ্র তার ওপরে এসে পড়লে সে অজ্ঞান হয়ে যায় । অবস্থার অবনতি এবং জ্ঞান না ফেরায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তখন তাকে মৃত ঘোষণা করে।