প্রকাশ: ২৩ আগস্ট ২০২১, ০:৫৩
দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা ও ক্ষতিগ্রস্থ্যদের পুনর্বাসনের লক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা বরমান হোসেনে সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ঢেউটিন ও চেক বিতরণ করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু ।
এসময় সেখানে পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব,উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূরে শেফা, উপজেলা আ.লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডলসহ অনেকে উপস্থিত ছিলেন । উপজেলার মুক্তিযোদ্ধা, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ, দুঃস্থ ও অসহায় ১০৫ জন পরিবারকে ১ বান্ডিল টিন ও ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।