https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বঙ্গোপসাগর থেকে ১৫ জেলেকে জীবিত উদ্ধার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ২১:৫৮

শেয়ার করুনঃ
বঙ্গোপসাগর থেকে ১৫ জেলেকে জীবিত উদ্ধার

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার সন্দ্বীপ থানাধীন চ্যানেল থেকে ৭ নটিক্যাল মাইল দূর থেকে তাদের উদ্ধার করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এম আব্দুর রউফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ আগষ্ট মৎস্য আহরণের উদ্দেশ্যে একটি মাছ ধরার নৌকা ভোলার চরফ্যাশন উপজেলার মাইনুদ্দিন ঘাট থেকে ১৫ জন জেলে মাছ ধরতে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে গমন করে। ঐদিনই মাছ ধরার সময় হাতিয়ার নতুন চ্যানেল হতে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দূরে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ইঞ্জিন বিকল হয়ে নৌকাটি টানা দুইদিন ভাসতে ভাসতে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানাধীন চ্যানেল হতে ৭ নটিক্যাল মাইল দূরে নেটওয়ার্কের আওতায় আসলে গতকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে নৌকার জেলেরা কোস্ট গার্ড স্টেশন ভাসান চরকে সাহায্যের আবেদন জানায়। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সংবাদ পাওয়া মাত্র পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) এর নির্দেশ মোতাবেক একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এম আব্দুর রউফ উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ১৫ জেলেদের রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন ভাসানচরে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে খাবার ও চিকিৎসা প্রদান করা হয়েছে। উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বন দস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ উপকূলীয় অঞ্চলে যে কোন ধরনের উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সোনাডাঙ্গায় সন্ত্রাসীদের সঙ্গে রাতভর গুলি বিনিময়, অস্ত্রসহ গ্রেপ্তার ১১

সোনাডাঙ্গায় সন্ত্রাসীদের সঙ্গে রাতভর গুলি বিনিময়, অস্ত্রসহ গ্রেপ্তার ১১

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন আরামবাগ এলাকায় শনিবার রাতে সন্ত্রাসী আস্তানায় পুলিশ ও যৌথবাহিনীর অভিযান চলাকালে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের প্রায় ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রাতভর চলা এই অভিযানে সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং সাতটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) রাত ১২টা থেকে রবিবার (৩০ মার্চ) ভোররাত পর্যন্ত সোনাডাঙ্গা

চট্টগ্রামে বালু মহাল দখল নিয়ে সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামে বালু মহাল দখল নিয়ে সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের চকবাজার থানা এলাকায় বালুর মহাল নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নবাব সিরাজউদ্দৌল্লা সড়কের চন্দনপুরায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন আবদুল্লাহ ও মানিক আহতদের মধ্যে রবিনের নাম জানা গেলেও অপরজনের পরিচয় নিশ্চিত করা যায়নি   স্থানীয় সূত্রে জানা গেছে

গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল তিনজনের

গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল তিনজনের

গাজীপুরের কোনাবাড়ীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুজন রোববার সকাল পৌনে ৮টার দিকে গাজীপুরের চৌরাস্তা থেকে আসা তাকওয়া পরিবহনের একটি বাস কোনাবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে অটোরিকশায় থাকা পাঁচজন যাত্রী গুরুতর আহত হন স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর চেষ্টা করলে পথেই এক

জীবিকার তাগিদে ছাত্রদল সভাপতি ইটভাটার শ্রমিক

জীবিকার তাগিদে ছাত্রদল সভাপতি ইটভাটার শ্রমিক

দিনাজপুরের নবাবগঞ্জের দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সুজন মিয়ার জীবন সংগ্রামের এক অনন্য উদাহরণ। দাউদপুর আলিম মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়ে পাশ করার পর দাউদপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ও বিএসসি সম্পন্ন করেন তিনি। বর্তমানে দিনাজপুর সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত এই মেধাবী ছাত্রনেতা রাজনীতির পাশাপাশি সংসারের দায়িত্বও সামলাচ্ছেন।   সুজনের বাবা মোঃ আবুল হোসেন ও মা মোছাঃ শাহানা

দিনাজপুরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার, রহস্যজনক হত্যাকাণ্ড!

দিনাজপুরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার, রহস্যজনক হত্যাকাণ্ড!

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদর পৌরশহরের আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় ৫৬ বছর বয়সী দিলারা বেগমের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ মার্চ) বেলা ১১টায় তার নিজ ঘরের শয়ন কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত দিলারা বেগম ছিলেন মৃত আবুল হোসেনের স্ত্রী এবং প্রায় ৬-৭ বছর আগে পল্লী দারিদ্র্য বিমোচন প্রকল্পে চাকরি থেকে অবসর নিয়েছিলেন। পুলিশ জানায়, শনিবার সকাল ১০টার দিকে