প্রকাশ: ১২ আগস্ট ২০২১, ১৯:৩২
বাংলাবাজার-শিমুলিয়া রুটে পণ্যবাহী ফেরি চলাচলের নিষেধাজ্ঞার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী গাড়ির চাপ বেড়েছে। এ সময় ঘাট থেকে প্রায় ১৩ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়। লকডাউন শিথিলের পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে বৃষ্টি আর বর্ষার কারণে অনেকে ঝুঁকি এড়াতে লঞ্চের পরিবর্তে ফেরিতে চলাচল করছে। এ কারণে ঘাটে রাজধানীমুখী মানুষের ভিড় দেখা যায়।
জানা গেছে, বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত ৪ কিলোমিটার এলাকায় সড়কের ২ লাইনে প্রায় ৪০০ পণ্যবাহী ট্রাক ও কিছু যাত্রীবাহী বাস ফেরি পারের জন্য অপেক্ষায় রয়েছে। এসব ট্রাক বুধবার (১১ আগস্ট) রাতে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছালেও এখন পর্যন্ত ফেরি পার হতে পারেনি।
এদিকে ফেরিঘাট এলাকায় যানজট কমাতে দৌলতদিয়া ঘাট থেকে ১৩ দশমিক ৫ কিলোমিটার দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে আহলাদিপুর জুট মিল পর্যন্ত ৪ কিলোমিটার এলাকায় প্রায় ৪০০ পণ্যবাহী ট্রাক ও কার্ভাড ভ্যানকে আটকে রাখা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, সকাল থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। এরই মধ্যে ১টি ফেরি যান্ত্রিক সমস্যার কারণে সাময়িক বন্ধ রেখে মেরামত কাজ করা হচ্ছে। আশা করি দ্রুত কাজ শেষে ফেরিটি চালু করা সম্ভব হবে।