প্রকাশ: ৫ আগস্ট ২০২১, ২১:২৮
আশাশুনির গদাইপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হহযেছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার গোয়ালডাঙ্গা টু প্রতাপনগর সড়কের গদাইপুর এনামুল সরদারের বাড়ির পাশে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূর নাম রেবা খাতুন (২০) সে একই উপজেলার আনুলিয়া ইউনিয়নের মধ্যম একসরা গ্রামের সুজন ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোয়ালডাঙ্গা দিক থেকে আসা একটি বালিবোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা গৃহবধূ ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা ট্রাকের চালক সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল গ্রামের সিরাজুল ইসলামের পুত্র বাবু সরদারকে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা। আশাশুনি থানার ওসি মোহাম্মাদ গোলাম কবির জানান, ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে একই সাথে ট্রাকচালক বাবুকে আটক করা হয়েছে।