প্রকাশ: ৫ আগস্ট ২০২১, ২১:১৯
সাভারে সিঙ্গার বাংলাদেশ কোম্পানীর গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ ৬ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।বৃহস্পতিবার (০৫ আগষ্ট) বেলা ১ টার দিকে সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আসে। এঘটনায় কোন হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কথা তাৎক্ষণিক ভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস কিংবা পুলিশ।
এর আগে সকাল সোয়া ৮টার দিকে টিনশেডের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাংলাদেশ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোঃ আব্দুল আলিম বলেন, সিঙ্গার কারখানার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সাভার ফায়ার সার্ভিসের ৫টি, ডিইপিজেডের ৩টি ও চামড়া শিল্প নগরীর ৩টিসহ মোট ১১টি ইউনিট কাজ করেছে। আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে গুদামের ভিতরে অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে ডাম্পিং চলছে। ভিতরে থাকা এসি, ফ্রিজ, টিভিসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য পুড়ে গেছে।
গোডাউনের পাশে বসবাসরত আইনাল মিয়া বলেন, সকালে গোডাউনের পাশে থাকা বিদুৎতের মুল সংযোগে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয় পরে সংযোগ ছিড়ে মাটিতে পড়ে যায়। পরে গোডাউনের ভেতর বিকট আওয়াজ হয়ে ধুয়া বের হতে থাকে। একটু পরে আগুন লাগে। এরমধ্যে বিদ্যুৎ অফিসের লোক এসে সেই সংযোগ লাগিয়ে দিয়ে যায়। এক দিকে আগুন জলছিলো অন্যদিকে বিদুৎতের লোকজন সংযোগ নতুন করে লাগাচ্ছিলো।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, গুদামে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। পাশাপাশি জেলা ও শিল্প পুলিশের সদস্যরাও তাদের সহায়তা করে যাচ্ছেন। কিন্তু পানির সোর্স মহাসড়কের বিপরীত পাশে হওয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক বন্ধ করে পানি দেয়া হচ্ছে। এখন মহাসড়কে যানচলাচল স্বাবাভিক হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহত হয়েছে কি না তা জানা যায়নি।