প্রকাশ: ৩ আগস্ট ২০২১, ২২:১৫
সাভারের আশুলিয়ায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে জিম (১৩) নামের এক কিশোরের হাত-পায়ের রগ কেটে এলোপাথারী কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।মঙ্গলবার (০৩ আগষ্ট) বেলা ১১ টার দিকে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার।
এর আগে সোমবার (০২আগষ্ট) দিবাগত রাত ৩টা দিকে আশুলিয়ার গাজিরচট বসুন্ধারা এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী কিশোর জিম ঢাকার ধামরাইয়ের মোঃ জালালের ছেলে। সে বাসের হেলপার ছিলো।অভিযুক্তরা হলো- টিপু, টেক্কা মনির, রাব্বি, সুজন ও বাবু। এরা প্রত্যেকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। জানা গেছে স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে এলাকার ডিস ব্যবসা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করা সহ বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত তারা।
ভুক্তভোগি জিমের ভাই বলেন, কিছুদিন আগে জিম ও লিটনসহ আরও কয়েকজন মিলে টিপু, টেক্কা মনির, রাব্বিকে মাদক বিক্রি করতে বাধা দিয়েছিলো।সেটাকে কেন্দ্র করে গতকাল রাত ৩ টার দিকে বাস রেখে জিম ও আমি বাসায় যাচ্ছিলাম। পথের মধ্যে কিছু বুজে ওঠার আগেই রাম দাঁ, চাপাতিসহ দেশিয় অস্ত্র দিয়ে আমাদের ধাওয়া করে টিপুবাহিনী। কিন্তু জিম দৌড়ে পালাতে গিয়ে পড়ে গেলে তার হাত ও পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা।
আমার গলায়ও ছুরি দিয়ে আঘাত করেছে আমি অল্পের জন্য বেঁচে গেছি। এ সময় স্থানীরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, এমন কোন বিষয় আমার জানা নাই। এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।
সাভার ঢাকা
০১৯৫৩৮৮৩০৪২
০৩/০৮/২০২১