প্রকাশ: ২ আগস্ট ২০২১, ২৩:২৪
পটুয়াখালীর মহিপুরে নিখোঁজের একদিন পর সানজিদা আক্তার (৮) নামে তৃতীয় শ্রেনীতে পড়–য়া এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত নয়টায় মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের পশ্চিম মনসাতলী গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সানজিদা ধুলাসার ইউনিয়নের শিষ আলমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সানজিদা তার খালার বাড়ি পশ্চিম মনসাতলী গ্রাম থেকে নিজ বাড়ি চর ধুলাসার গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়। অনেক খোজাখুজির পর তাকে না পেয়ে রোববার রাতে তার লাশ পশ্চিম মনসাতলী গ্রামের একটি ডোবায় ভাসতে দেখে স্থানীয়রা।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, এটি হত্যা না দুর্ঘটনা সেটা এখনও নিশ্চিত বলা যাচ্ছেনা। লাশ উদ্ধার করে ময়না তদন্তেদর জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে।