প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ০:৮
মানব সেবার হে মহাতিলক!হে মানবতার প্রাণ!
মোংলাবাসীর প্রাণের মানুষ তোমারে করি সালাম!
আজ মানবের মহা দুর্দিনে ছুটে যাও তুমি প্রতি ঘরে ঘরে কে কোথা মরিছে করোনার জেরে-খুঁজে ফেরে তব প্রাণ, অক্সিজেনের সিলিন্ডার ঘাড়ে ছুটে চল তুমি প্রতি দ্বারে দ্বারে
যেখানে সেখানে দুর্গম পথে চলে তব অভিযান।
অ্যাম্বুলেন্সটা কার দরকার কোথায় কে আছে রোগী করোনার খুঁজে ফেরো তুমি,কেটে যায় রাত-হয় দিবা অবসান।আপনার প্রাণ করিয়া তুচ্ছ সাথে লয়ে তব বাহিনী গুচ্ছ অবিরাম ছোট মানুষের দ্বারে--মানুষের ভগবান!
সবাকারে তুমি দাও উপদেশ সাবধান বাণী শোনাও অশেষ সারা দিনরাত সজাগ প্রহরী--শোনাও আশার গান।
নিরাশার মাঝে আশা সঞ্চারী মৃত্যুর ভীতি দাও দূর করি
সবাইকে তুমি দাও আশ্বাস-নাই কোন ভয় নাই--
এমন মানুষ কে কবে দেখেছে!আমি কভু দেখি নাই!
করোনার রোগী, সবে করে ভয় ওই প্রাণে শুধু নাই ভয় নাই নিজের প্রাণটি করিয়া তুচ্ছ--মানুষেরে দাও প্রাণ।আজ পৃথিবীতে স্বার্থের টানে ছুটিছে মানুষ আপনার পানে নিঃস্বার্থ সেবী এমন ক'জনা? কার আছে অবদান?
আগামী দিনের নব প্রজন্ম অনুসারী তোমা হইবে ধন্য
পরহিত তরে হবে আগুয়ান--গাবে তব জয়গান।
সেলাম জানাই হে মহা সাধক!মনুষ্যত্বের অমর সেবক!দুর্দিন কেটে আসিবে সুদিন, লেখা রবে তব নাম--মানবতাপ্রেমী হে মহান কবি!
শেখ কামরুজ্জামান!!
কবি-শিক্ষিকা-শুক্লা বোস
মোংলা সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের শেলাবুনিয়া মোংলা,বাগেরহাট