প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ০:৩৮
সরকার ঘোষিত লকডাউনের তৃতীয় ধাপে ষষ্ঠ দিনে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে৪ জনকে জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ জুলাই) সকালে উপজেলা বিভিন্ন এলাকায় লকডাউন অমান্য ও মাস্ক ব্যবহার না করা পথচারী ও দোকানদার সহ ৪ জনকে ২ হাজার ৩’শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল।
এ সময় ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল হক মৃদুল বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত বিধিনিষেধ মানাতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় বুধবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে ২ হাজার ৩’শ টাকা জরিমানা করা হয়েছে। করোনার ঝুঁকি এড়াতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে বুধবার সকালে সরাইল থানা পুলিশের বিভিন্ন মোড়ে ও পয়েন্টে টহল দিতে দেখা যায়, সরাইল থানা পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেনে'র নেতৃত্বে লকডাউন বাস্তবায়নে উপজেলার প্রবেশদ্বারে পুলিশের সদস্যদের মাঠে রয়েছেন কঠোর অবস্থানে।সরাইলে নতুন ভাবে ১৫-জন করোনায় আক্রান্ত।(২৮জুলাই) সরাইল উপজেলায় ৩১ জনের করোনা ভাইরাস নমুনা পরিক্ষা করা হলে শনাক্ত হয়১৫ জন। বুধবার বিকেলে সরাইল উপজেলা স্বাস্হ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া তথ্য নিশ্চিত করেছেন।