প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ১:৩২
সোনাহাট স্থলবন্দর দেখে বাড়ি ফেরা হলো না যুবকের। বাড়ি ফিরছে তার লাশ। বোরবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকে ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর দেখতে আসেন দুই বন্ধু তাইজুল ইসলাম ও সবুজ। স্থলবন্দর দেখে দুই বন্ধুর একজন বাড়ি ফিরতে পারলেও অপরজনের আর বাড়ি ফেরা হয়নি, বাড়ি ফিরে গেছে তার লাশ।
স্থলবন্দর দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা যান তাইজুল ইসলাম (২৬)। মারাত্মক আহত হন সবুজ (২০)। তাঁরা দুজনেই রাজারহাট উপজেলার নাজিমখাঁ ইউনিয়নের রাম কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তাইজুল রাম কৃষ্ণপুর গ্রামের মনজু মিয়ার ছেলে আর সবুজ একই গ্রামের আব্দুল লতিফের ছেলে।
জানা গেছে, তাইজুল ও সবুজ রোববার মোটরসাইকেল যোগে ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর দেখতে আসেন। বিকেলে স্থলবন্দর থেকে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন তাঁরা। ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের ঘনআমবাড়ি নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুইজন মারাত্মক ভাবে আহত হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে।
এতে তাইজুল ইসলামের মৃত্যু হয়। সবুজ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, ট্রাকটিকে আটক করে থানায় রাখা হয়েছে।