প্রকাশ: ২২ জুলাই ২০২১, ২২:৫৭
দীর্ঘ সময় যানজটের পর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ (২২ জুলাই) বৃহস্পতিবার দিনভর স্বস্তি ফিরেছে ঢাকা-টাঙ্গাইল সড়কে।
এই সড়কে চরম দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হয়েছে উত্তরের ঘরমুখো মানুষকে। দুর্ভোগের পর বুধবার (২১ জুলাই) দুপুরের পর থেকে সড়কে স্বস্তি ফিরেছে।
আজ সরেজমিনে দুপুড় দেরটায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা রসুলপুর, রাবনা, ঘারিন্দা, অশেকপুর, ঘুরে দেখা যায়, রাস্তা একেবারেই ফাকা দুই লেনেই সমান গতিতে যান চলাচল করছে।
তবে দীর্ঘ সময়ের যানজটে অংসখ্য মানুষের ঈদের আনন্দ ম্লান হয়ে যায় উত্তরের ঘরমুখো মানুষদের, অনেককেই ঈদের দিন ঘরে ফিরতে হয়।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, মহাসড়কে কোথাও কোন যানজট নেই। মহাসড়কে গতকাল থেকেই গাড়ির চাপ কম রয়েছে। স্বাভাবিক গতিতে যানবাহন চলছে।