প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ২৩:৪০
কুষ্টিয়ায় জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ১১ জন।শুক্রবার (১৬ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (১৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এর মধ্যে করোনায় সাতজন ও উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম শনিবার (১৭ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২৮০ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৪২ ভাগ। নতুন শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদরেই ৬২ জন, দৌলতপুরে তিনজন, কুমারখালীতে তিনজন, মিরপুরে ১৭ জন এবং খোকসায় তিনজন রয়েছেন।
এই হাসপাতাল কর্মকর্তা আরও বলেন, বর্তমানে ২৮৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২১৮ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৬৭ জন।জেলায় এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১১ হাজার ৭৬২ জনে। আর সুস্থ হয়েছেন সাত হাজার ৫২৫ জন এবং মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৮৭ জনে।