https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সরকারি অ্যাম্বুলেন্স সেবা না পেয়ে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃত্যু !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ২:৫৪

শেয়ার করুনঃ
সরকারি অ্যাম্বুলেন্স সেবা না পেয়ে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃত্যু !

পিরোজপুরে অসুস্থ অবস্থায় সরকারি এ্যাম্বুলেন্স সেবা না পেয়ে মুক্তিযোদ্ধার স্ত্রী পারভীন রহমান এর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

পিরোজপুর পৌর শহরের উকিল পাড়া এলাকায় সোমবার গভীর রাতে সরকারি এ্যাম্বুলেন্স ড্রাইভারের নম্বরে বারবার ফোন দেয়ার পরেও ফোন না ধরায় এ্যাম্বুলেন্স এর অভাবে হাসপাতালে নিতে না পেরে শ্বাসকষ্টে মারা গেছেন পারভীন রহমান বলে অভিযোগ করেছেন মেয়ের জামাই কামরুজ্জামান পলাশ।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

মৃত পারভীন রহমান (৫৫) জেলার মঠবাড়িয়ার দেবীপুর গ্রামের সাফা বন্দর এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহবুবুর রহমানের স্ত্রী। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

মৃত পারভীন রহমান এক আত্মীয় মো: আব্দুল আজিজ খান জানান, রাত ২টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালের সরকারী এ্যাম্বুলেন্স ড্রাইভার নাম্বারে বার বার ফোন দিয়ে এ্যাম্বুলেন্স ড্রাইভার কয়েকবার ফোন না ধরে পরে ফোন কেটে দেয়। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

তিনি বলেন, অনেকবার এ্যাম্বুলেন্স ড্রাইভারের নাম্বারে কল দিলে তিনি ফোন ধরেননি। ফলে আমরা খাটের তক্তার (চালনি) উপর শুইয়ে হেটে হেটেই স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগীতায় হাসপাতালে তাকে নিয়ে যাই। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

তিনি আরো বলেন, পরবর্তীতে আমরা ইন্দুরকানী থেকে একটি এ্যাম্বুলেন্স ফোন দিয়ে এনে মৃতের লাশ বাড়িতে পাঠাই। তিনি অভিযোগ করেন জেলা হাসপাতালের এ্যাম্বুলেন্স ড্রাইভার মোতালেবকে অনেকবার ফোন দেয়া হয়েছে। তিনি ফোন রিসিভ করেন নাই। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

স্বেচ্ছাসেবক সংগঠন প্রাণফোঁটার পরিচালক ম. শহিদুল্লাাহ জানান, মৃতের আত্মীয়-স্বজন সরকারি এ্যাম্বুলেন্স ফোন দিয়ে না পেলে আমাদের সংগঠন (প্রাণফোঁটার) নাম্বারে ফোন দেয়। আমরা এ্যাম্বুলেন্স ড্রাইভার মোতালেব এর নাম্বারে ফোন দেই। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কিন্তু সে ফোন কেটে দিচ্ছিলেন। তার পরপরই আমরা আমরা উকিলপাড়ার নাসিমা মঞ্জিলে পৌঁছে দেখি পরিবারের লোকজন তাকে ভবনের উপর থেকে নিচে নামাচ্ছে। আমরা ও তার স্বজনদের সহযোগিতায় তাকে হাতে হাতে তক্তার উপর করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

জেলা হাসপাতালে মেডিকেল অফিসার ডাঃ আরিফ হাসান জানান, রোগী হাসপাতালে আনার আগেই মারা গেছেন। রোগীর স্বজনদের কাছ থেকে তাঁর অবস্থা সম্পর্কে জেনে তিনি ধারনা করছেন, রোগীর করোনা ছিলো না তিনি ষ্ট্রোক অথবা হার্ট এ্যাটাকে মারা যেতে পারেন। তবে তিনি এ্যাম্বুলেন্স না পাওয়া সম্পর্কে কিছু বলতে পারেননি।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ্যাম্বুলেন্স ড্রাইভার মোতালেব হোসেন বিষয়টি অস্বাীকার করে বলেন, " আমার কাছে এরকম কোন ফোনই আসেনি। আমি এর আগের দিন রাতে ডা. বিডি হালদারের মা করোনা পজিটিভ হওয়ায় তাকে নিয়ে খুলনা গিয়েছিলাম। সেদিন রাতে এমন একটা ফোন এসেছিল। আমি বলেছিলাম আমি রোগী নিয়ে খুলনায় আছি। আপনারা অন্যভাবে ব্যবস্থা করেন"। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

পিরোজপুর জেলা সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকি জানিয়েছেন, পিরোজপুর জেলা হাসপাতালে দুইজন এ্যাম্বুলেন্স ড্রাইভার তাদেও দুজনেরই নামে হত্যা মামলার রয়েছে। এদের মধ্যে কবির হোসেন পলাতক রয়েছে এবং মোতালেব জামিনে রয়েছেন। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সিভিল সার্জন বলেন, গতকাল রাতে মোতালেব করোনার রোগী নিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন। তাই তিনি হয়তো ফোন রিসিভ করেন নাই। আমরা স্বাস্থ্য বিভাগের সচিব মহোদয়ের সাথে কথা বলেছি। সচিব মহোদয় আমাদের একজন এ্যাম্বুলেন্স ড্রাইভার দেয়ার কথা বলেছেন। নতুন ড্রাইভার পেলে ড্রাইভার সংকট অনেকাংশে কমে যাবে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রায় বাংলাদেশের ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনা

স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রায় বাংলাদেশের ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনা

বাংলাদেশে প্রযুক্তি জগতের এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আজ বুধবার (৯ এপ্রিল) থেকে দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের কার্যক্রম। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’-এ অংশগ্রহণকারীরাই প্রথমবারের মতো এ ইন্টারনেট সেবার অভিজ্ঞতা নিতে পারবেন। ওই সম্মেলন থেকেই স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। এর আগে গত ২৯ মার্চ বাংলাদেশ বিনিয়োগ

নোয়াখালীতে ১২ বছরের শিশু ধর্ষণের চেষ্টা: যুবক আটক

নোয়াখালীতে ১২ বছরের শিশু ধর্ষণের চেষ্টা: যুবক আটক

নোয়াখালীর বেগমগঞ্জে এক ভয়াবহ ঘটনায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চৌমুহনী পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি মো. আহসানুল কবির (৩৭) রংপুর জেলার সদর উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কবির ও ভুক্তভোগী শিশুটি একই এলাকার পাশাপাশি

গোয়ালন্দে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে ভক্তদের ঢল

গোয়ালন্দে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে ভক্তদের ঢল

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার রবিউল্লাহ বেপারী পাড়ায় মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে ইসলামী তাওহীদি জনতার উদ্যোগে এক বিশাল ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্রতা ও ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয়সহ বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত কবি আল্লামা মুহিব খাঁন। প্রধান বক্তা হিসেবে মূল্যবান

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ২১৪ রোহিঙ্গা আটক, বড় ধরনের বিপর্যয় রোধ করল নৌবাহিনী

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ২১৪ রোহিঙ্গা আটক, বড় ধরনের বিপর্যয় রোধ করল নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনীর তৎপরতায় বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ২১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা সবাই অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা দুর্জয়’ সেন্টমার্টিন্স থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে একটি সন্দেহজনক মাছ ধরার নৌকার গতিবিধি লক্ষ্য করে। তাৎক্ষণিকভাবে নৌবাহিনী জাহাজটি ‘এফভি কুলসুমা’ নামের ওই নৌকার গতিপথ রোধ করে। পরে তল্লাশি চালিয়ে

সরিষাবাড়ীতে ভিক্ষুকের কান কেটে দেওয়ায়, অভিযুক্ত যুবক আটক

সরিষাবাড়ীতে ভিক্ষুকের কান কেটে দেওয়ায়, অভিযুক্ত যুবক আটক

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ভিক্ষারত অবস্থায় এক শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুকের কান কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল রানা (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। [https://enews71.com/storage/NOaajZvSwiZtp7CpxnI6SN3a7959MZoj3BcIZhAB.jpg]IMG_3330.jpeg 303.71 KB [https://enews71.com/storage/NOaajZvSwiZtp7CpxnI6SN3a7959MZoj3BcIZhAB.jpg] মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত ভিক্ষুকের নাম আব্দুস