প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ২২:৭
গাজীপুরের কালিয়াকৈরে আঞ্চলিক সড়কে সিএনজিকে ট্রাকের ধাক্কা প্রাণ গেল গৃহবধুর । মঙ্গলবার ১১টা দিকে কালিয়াকৈর টু শ্রীপুর মাওনা সড়কের কুতুবদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার লাউহাটি বন্নী এলাকার অনিল সরকারের স্ত্রী রেনু রানী সরকার(৫৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রেনু রানী সরকার গাজীপুরের শ্রীপুর মাওনা এলাকায় তার ছেলের বাসা থেকে তার নিজ বাড়ি দেলদুয়ারে উদ্দেশ্যে রওনা দেন সিএনজি যোগে। সে উপজেলার কুতুবদিয়া এলাকায় পৌঁছালে কালিয়াকৈর বাজার থেকে ধেয়ে আসা দ্রুতগামী একটি মাছবাহী ট্রাক ঢাকা মেট্রো ন- (২০-৩৫৩৬)নাম্বারের ট্রাকের ধাক্কায় সিএনজি তে থাকা যাত্রী রেনু বেগম ঘটনাস্থলে নিহত হন।
পুলিশ জানায় ঘাতক ট্রাক ড্রাইভার এবং হেলপার দুর্ঘটনা ঘটার পরে গাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কালিয়াকৈর থানার তদন্ত (ওসি) আবুল বাশার জানায়, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।