প্রকাশ: ৬ জুলাই ২০২১, ২২:৩২
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ভূরুঙ্গামারী জোনাল অফিসের ভূয়া সীল ব্যবহার করে গ্রাহকের বিদ্যুৎ বিলের টাকা হাতিয়ে নেয়া এক যুবককে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। আটক যুবকের নাম মিলন মিয়া (১৯)। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মুনছের আলীর ছেলে।
জানা গেছে, মিলন বিদ্যুৎ অফিসের কর্মচারী পরিচয়ে ভূয়া সীল ব্যবহার করে উপজেলার গছিডাঙ্গা গ্রামের পল্লী বিদ্যুতের ৬৯ জন গ্রাহকের নিকট থেকে মাসিক বিল পরিশোধের কথা বলে ১২ হাজার ৩৯০ টাকা হাতিয়ে নেয়।
নতুন বিদ্যুৎ বিলে সাথে বকেয়া বিল যোগ হয়ে আসায় গ্রাহকরা বিদ্যুৎ অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন তাদের বিলের টাকা অফিসে জমা হয়নি। প্রতারণার বিষয়টি পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজারকে (ডিজিএম) জানালে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন। পুলিশ মিলন মিয়াকে গ্রেফতার করে।
ভূরুঙ্গামারী পল্লী বিদ্যুতের ডিজিএম কাওছার আলী বলেন, গ্রাহকরা বিষয়টি জানালে অফিসে খোঁজ নিয়ে প্রতারণার বিষয়ে নিশ্চিত হয়ে থানা পুলিশকে অবগত করি।ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান মঙ্গলবার সকালে মিলনকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।