প্রকাশ: ১ জুলাই ২০২১, ১৯:২৬
করোনার সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মোংলায় নৌবাহিনীর টহল জোরদার করা হয়েছে।সরকারি নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে মোংলা শহরের বিভিন্ন এলাকায় টহল দিতে শুরু করে নৌবাহিনীর সদস্যরা।মামার ঘাট সংলগ্ন খেয়াঘাটে ইপিজেডে
কর্মরত শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত করতে নৌবাহিনীর পক্ষ থেকে সচেতন করা হচ্ছে।সকাল থেকে মোংলা শহরের অধিকাংশ দোকান- বিপণী বিতান বন্ধ রয়েছে। রাস্তায় যানবাহন চলাচল সীমিত।এছাড়াও নৌ- সদস্যরা বৃহস্পতিবার ভোর থেকে শহরের চৌধুরীর মোড়, শাপলা চত্বর,কমিশনার
শফিউল্লাহ সড়ক, তাজমহল রোড়,শাহাদাতের মোড়,আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক সড়ক, শেখ আব্দুল হাই সড়ক,উপজেলা চত্বরের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করেছে। নৌবাহিনীর টহল টিমের সাথে ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী।