প্রকাশ: ২৯ জুন ২০২১, ৪:২২
পদ্মা নদীতে নিখোঁজ হওয়া চীনা প্রকৌশলী ঝাওয়ের আট দিনেও সন্ধান মেলেনি। তাকে উদ্ধারে সেনাবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌপুলিশের সদস্যরা পদ্মায় দফায় দফায় তল্লাশি চালিয়েও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো সন্ধান পাননি।
এমনকি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এমবিইসি ঝাওয়ের সন্ধানে দুই লাখ টাকা পুরস্কার ঘােষণা করেও কোনো সন্ধান পায়নি।
গত ২২ জুন মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ৩ নম্বর ঘাটের কাছে পদ্মা নদীতে পদ্মা সেতু প্রকল্পের নির্মাণাধীন বৈদ্যুতিক ১৩ নম্বর খুঁটিতে কাজ করার সময় নিখোঁজ হন চীনা প্রকৌশলী ঝাও জিয়ান ট্যাং (২৬)।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল কবির মঙ্গলবার বিকেলে জানান, চীনা প্রকৌশলী নিখোঁজ হওয়ার ঘটনাস্থল থেকে পদ্মা নদীর ১৫ কিলােমিটার এলাকাজুড়ে খোঁজ করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। নদীর পার্শ্ববর্তী সব থানায় এ বিষয়ে তথ্য পাঠানাে হয়েছে।