প্রকাশ: ২৯ জুন ২০২১, ১:১৪
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র শেখ সারহান নাসের তন্ময়ের ৩৪ তম জন্মদিন ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সুস্থতা কামনায় মোংলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন শেখ রাসেল অক্সিজেন ব্যাংক ও শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) বাদ আছর নেছারিয়া খানকা শরীফ মাদ্রাসায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক,শেখ রাসেল অক্সিজেন ব্যাংক ও শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম,
পৌর যুবলীগের সাধারন সম্পাদক,শেখ আল মামুন,পৌর স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি,মিজানুর রহমান তালুকদার, পৌর যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক,ওয়াসিম আরমান,
শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও পৌর ছাত্রলীগের সহ- সভাপতি আব্দুল্লাহ আল আমিন সানি,মোংলা যুব ফোরামের সভাপতি পারভেজ খান, তারুণ্য মোংলার সভাপতি মো. মনির হোসেন, ছাত্রলীগ নেতা মাসুম বিল্লাহ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের রুবেল খান ও ফজলে রাব্বী, সাংবাদিক মোঃ সুজন প্রমূখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন নেছারাবাদ খানকা শরীফের পেশ ইমাম মাওলানা মোঃ জাহিদুল ইসলাম।