
জুয়ার আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৩

প্রকাশ: ২৪ জুন ২০২১, ২:৪৭

নেত্রকোনায় জুয়া খেলারত অবস্থায় এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার মধ্য রাতে সদর উপজেলার মেদনী ইউনিয়নের গড়াকান্দা বিলের জনৈক নজরুল ইসলামের উঁচু ভিটি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- পুলিশের কনস্টেবল মো. আক্তারুল ইসলাম মুক্তি (৪৮), সাজ্জাত (৪৩) ও বাদল মিয়া (৩২)। বৃহস্পতিবার (২৪ জুন) বিকালে তাদেরকে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি দুইজন হলেন- একই গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে শাহজাহান সাজ্জাত (৪৩) ও আহমেদের ছেলে বাদল মিয়া (৩২)।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক পুলিশ কনস্টেবল জেলার আটপাড়া উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত খোদা নেওয়াজ খান পাঠানের ছেলে। তিনি ঢাকার মালিবাগ সিআইডিতে হেড কোয়ার্টারে কর্মরত আছেন।
ওসি আরও জানান, বুধবার মধ্যরাতে সদর উপজেলার মেদনী এলাকায় গড়াকান্দা বিলের জনৈক নজরুল ইসলামের বাড়িতে জুয়া খেলছিল ২০ থেকে ২৫ জন জুয়ারি। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় পুলিশের কনস্টেবলসহ তিনজনকে আটক করে পুলিশ। তবে অন্য জুয়াড়িরা পালিয়ে যায়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ
