প্রকাশ: ২২ জুন ২০২১, ০:২৯
রাজবাড়ীতে জেলা আনসার ও ভিডিপি’র উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গেণে আনুষ্ঠানিক ভাবে এ বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়।
রাজবাড়ী আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যাট জনাব, মোঃ রাশেদুজ্জামান রাশেদ এর নেতৃত্বে এই বৃক্ষরোপণ অভিযান পরিচালানা করেন আনসার ও ভিডিপি রাজবাড়ী সদর উপজেলা কর্মকর্তা কুসুম কুমার রায়, রাজবাড়ী সদর উপজেলা প্রশিক্ষক খানে আলম খান, গোয়ালন্দ উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ জসিম উদ্দিন সহ ব্যাটালিয়ন প্লাটুন কমান্ডার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বৃক্ষরোপণ কর্মসূচীতে কুসুম কুমার রায় জানান, জেলার ৫ টি উপজেলায় ২হাজার ৭২ টি ফলজ, বনজ ও ঔষুধী গাছের চারা রোপন করার উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, জেলার ১ হাজার ৩৬ টি গ্রামে স্বেচ্ছাসেবী আনসার কমান্ডার,দলনেতা, দলনেত্রী ও ভিডিপি সদস্যরা রয়েছে। সে সব সদস্যদেরও ২টি করে গাছ রোপন করার নির্দেশ দেয়া হয়েছে।