প্রকাশ: ২৫ মে ২০২১, ১৭:৩০
ঘূর্ণিঝড় 'ইয়াস'এর প্রভাবে অতিরিক্ত জোয়ারে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে। নদীতীরবর্তী বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ছিড়ে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে বেড়ির পার্শ্ববর্তী এলাকার ঘরবাড়ি।
জানা যায়, প্রায় ৩/৪ ফুট উচ্চতায় জোয়ারের কারণে নিঝুমদ্বীপ, হরনী, চানন্দীসহ মূল হাতিয়ার চরঈশ্বর, নলচিরা, সুখচর ও চরকিং ইউনিয়নের নদীতীরবর্তী এলাকা জোয়ারের পানিতে ডুবে গেছে। নতুনভাবে বেড়িবাঁধ নির্মাণ করা হলেও জোয়ারের অত্যধিক চাপে কিছু কিছু এলাকায় বেড়িবাঁধ ছিড়ে গিয়েছে।
রাতের জোয়ারে পানির উচ্চতা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘূর্ণিঝড় 'ইয়াস' মোকাবেলায় কন্ট্রোল রুম চালু করা হয়েছে। ১৮১ টি সাইক্লোন সেল্টার প্রস্তুত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. ইমরান হোসেন বলেন, " ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ তাৎক্ষনিক মেরামতের ব্যবস্থা করা হচ্ছে। নদীতীরবর্তী পরিবারের সদস্যদের আশ্রয় কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যানদের নেতৃত্বে ৯ টি টিম সরেজমিনে কাজ করছে এবং দূর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।"