প্রকাশ: ১৮ মে ২০২১, ২১:২৯
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তের পূর্নভবা নদীতে ভাসমান অজ্ঞাতনামা (৫৫) একজনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সন্ধ্যার দিকে বিজিবি ওই ভাসমান মরদেহ পুলিশের সহযোগিতায় উদ্ধার করে পোরশা থানায় হস্তান্তর করেছে।
নওগাঁর ১৬ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল রেজাউল কবির জানান, পূর্নভবা নদীতে লাশটি ভাসতে দেখে এলাকাবাসি বিজিবিকে খবর দেন। বিজিবি নিতপুর ক্যাম্পের সদস্যরা পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে পোরশা থানায় হস্তান্তর করেছে।
১৬ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল রেজাউল কবির আরো জানান, সম্ভবত মরদেহটি ভারতের। এলাকাবাসির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এলাকায় খোজঁ খবর নিয়ে দেখা গেছে মরদেহটি এই জনপদের কারো নয়।ধারনা করা হচ্ছে, ৮/১০ দিন আগে ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে ওই ব্যক্তিকে নদীতে ফেলে দেয়া হয়। এরপর ভাসতে ভাসতে স্রোতের টানে লাশটি বাংলাদেশের পূর্নভবা নদীতে চলে আসে।
এবিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ ( ওসি) শফিউল আজম জানান, লাশটি সম্ভবত ৮/১০ দিন পূর্বের। শরীরের অধিকাংশ স্থানে পচন ধরে মাংশ খসে পড়েছে। তবে এটি পুরুষের লাশ । তবে মরদেহের সুরতহাল রির্পোট করা হয়েছে এবং এ বিষয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।
#ইনিউজ৭১/জিয়া/২০২১