প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ১৪:৫৭
দিনাজপুরের হিলিতে পল্লী গ্রামে গভীর রাতে শয়ন ঘরে ঘুমন্ত অবস্থায় ইলিয়াস মন্ডল (৩৭) নামের এক যুবকের শরীরে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে তার শরীরের বেশ কিছু অংশে পুড়ে যাওয়ার উপক্রম হয়েছে। এদিকে ঘটনাস্থল পরির্দশন করেছেন হাকিমপুর থানা পুলিশ।
জানাগেছে, (২৭ই এপ্রিল) মঙ্গলবার দিবাগত মধ্যরাতে হাকিমপুর(হিলি) পৌর সভার ছাতনী রাউতারা গ্রামে তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের আশরাফ মন্ডলের ছেলে। বর্তমানে ওই যুবক স্হানীয় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
সরেজমিনে গিয়ে কথা হয়, এসিডে ঝলসে যাওয়া আহত ইলিয়াসের মন্ডলের স্ত্রী ও তার পরিবারের লোকজনের সাথে। তার স্ত্রী বলেন, গতকাল রাতে প্রতিদিনের ন্যায় তারাবারি নামাজ শেষে আমাদের শয়ন কক্ষের জানালা খুলে রেখে ঘুমাচ্ছিলাম।
হঠাৎ করে মধ্যরাতে জানালা দিয়ে দুর্বৃত্তরা তরল জাতীয় পর্দাথ নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় আমার স্বামী ঘুম থেকে জাগনা পেয়ে চিৎকার দেওয়া শুরু করে। আমাদের চিৎকার চেচামেচি শুনে আমার শশুর শাশুড়ীসহ পার্শ্ববর্তী বাড়ির লোকজন ঘটনা স্হলে ছুটে চলে আসে। পরে আমরা প্রাথমিকভাবে তার শরীরে পানি ঢালতে থাকি। পরবর্তীতে তার উন্নত চিকিৎসার জন্য হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ ফেরদৌস ওয়াহিদ , এসিডে ঝলসে যাওয়ার খবর পেয়ে ঘটনা স্হলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের হয় নাই। মামলা দায়ের হলে তদন্ত করে দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
#ইনিউজ৭১/জিহাদ/২০২১