
রানা প্লাজায় নিহতদের প্রতি সাভার থানা পুলিশের শ্রদ্ধা

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ১৭:৪৭

রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সাভার মডেল থানা পুলিশ। এসময় আহত শ্রমিকদের দাবিতে ধসে পরা রানা প্লাজার সামনের দোকান উচ্ছেদের আশ্বাস দেন ওসি এএফএম সায়েদ।
শনিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পাঞ্জলি অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এএফএম সায়েদ ।

এসময় রানা প্লাজার আহত শ্রমিকরা সাভার থানার ওসির কাছে রানা প্লাজার সামনের অবৈধ দোকানপাট উচ্ছেদের দাবি জানান। ওসি সায়েদ তাদের দাবি মেনে নিয়ে তৎক্ষনাৎ অভিযান চালানোর সিদ্ধান্ত জানান।
শ্রমিকদের তিনি বলেন, আগামীকাল রবিবার সকাল ১০ টায় রানার প্লাজার সামনে অবৈধ দোকান ভেঙ্গে দেয়া হবে। শ্রদ্ধা নিবেদনের সময় সাভার থানার আরো পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় তারা দাঁড়িয়ে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

বিদ্ধস্ত রানা প্লাজার সামনে অবৈধভাবে গড়ে উঠেছে বিভিন্ন দোকানপাট। শ্রমিকদের দাবি সে দোকানপাট উঠিয়ে দিয়ে রানা প্লাজার শ্রমিকদের জন্য দোকান বরাদ্দের ব্যবস্থা করা হোক। এতে করে কিছু শ্রমিকের পূনর্বাসনে সহযোগীতা হবে।
প্রসঙ্গত, সাভারে রানা প্লাজার ৮ তলা ভবন ২০১৩ সালের ২৪ শে এপ্রিল সকালে ধসে পড়ে। এঘটনায় ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে, আহত হয় সহস্রাধিক।

#ইনিউজ৭১/জিয়া/২০২১

সর্বশেষ সংবাদ
