
লালমনিরহাটে অবৈধ ভাবে পন্য উৎপাদন

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ২:৪৬

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অনুমোদন ছাড়াই অবৈধ ভাবে পন্য উৎপাদনের অপরাধে জাহেদুল ইসলাম(৩৫) নামে এক বেকারি ব্যবসায়ীর জেল- জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে বিনাশ্রম ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়৷
বুধবার বিকেলে উপজেলার টংভাঙ্গা গ্রামে ব্যবসায়ী জাহেদুলের বাড়িতে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক সামিউল আমিন এ রায় দেন। এর আগে দুপুরের দিকে ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন তিনি৷ দন্ডপ্রাপ্ত জাহেদুল উপজেলার টংভাঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদাললের বিচারক সামিউল আমিন বলেন, ওই ব্যাক্তি দীর্ঘ দিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ ভাবে পন্য উৎপাদন করে আসছেন। এছাড়া এ ব্যবসার জন্য তার কোন অনুমতি নেই। সংবাদ পেয়ে সেখানে গিয়ে অভিযান চালানো হয়।
এ সময় কোন বৈধতা না পাওয়ায় ওই ব্যক্তির ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া দন্ডপ্রাপ্ত জাহেদুুলকে হাতীবান্ধা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

#ইনিউজ৭১/জিহাদ/২০২১

সর্বশেষ সংবাদ
