গাড়ি পুড়িয়ে আমাকে ভিডিও দিও, জায়গা মতো পাঠাবো

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২১, ১১:৩০

শেয়ার করুনঃ
গাড়ি পুড়িয়ে আমাকে ভিডিও দিও, জায়গা মতো পাঠাবো

হেফাজতে ইসলামের ডাকা হরতালে নাশকতা সৃষ্টির প্ররোচণা দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুণ রায়কে আটক করেছে র‍্যাব।  সম্প্রতি একটি অডিও ক্লিপে নিপুণকে যানবাহনে আগুন ধরানোর নির্দেশ দিতে শোনা গেছে।

 

ওই অডিও ক্লিপে কেরানীগঞ্জের বিএনপি নেতা আরমানকে হেফাজতের ইস্যুকে কাজে লাগিয়ে যানবাহনে আগুন ধরিয়ে দেওয়ার নির্দেশনা দেন তিনি।  শুধু তা-ই নয়, নিপুণকে বলতে শোনা যায়, দাউদাউ করে জ্বলতে হবে এবং আর সেই  ভিডিও করে পাঠালে, তিনি তা ‘জায়গামতো’ পাঠাবেন।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদর দফতর জানিয়েছে, নিপুণ রায় চৌধুরী রোববার (২৮ মার্চ) হেফাজতের হরতালে তার দলীয় ক্যাডারদের গাড়ি পোড়ানোর নির্দেশনা দেন। নাশকতার নির্দেশদাতা হিসেবে রোববার বিকেলে তাকে আটক করা হয়েছে। এর আগে নিপুণ রায়ের নির্দেশনা পালনকারী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমান, খোরশেদ ও শাহীনকে আটক করে র‍্যাব।

নিপুণ রায় ও আরমানের ওই অডিও ক্লিপের কথোপকথনে প্রথমে নিপুণ রায় ফোন করেন।  

অডিও ক্লিপের কথোপকথন-

নিপুণ রায়: আরমান ভাই,  এলাকাতেই তো আছেন তাই না? কালকে তো হরতাল, একটা কিছু করা যাবে না?

আরমান: কী করতে হবে বলেন।

নিপুণ রায়: ধরায় দেন।

আরমান: ওকে ঠিক আছে।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

নিপুণ রায়: বাস হোক যেটায় হোক, একদম পুরা, ফুল ধরবে, ফুল ধরবে। একটু দূর থেকে ভিডিও ছবি আমারে পাঠাবেন, অবশ্যই অবশ্যই। ঠিক আছে? আমি কিন্তু জায়গামতো পাঠাবো। হ্যাঁ, ওইটা মাথায় রাখবেন। ঠিক আছে, আজকেই আজকেই।

আরমান: ওকে।

নিপুণ রায়: বের হন।

আরমান: ইনশাল্লাহ।

নিপুণ রায়: এটা আমি দেখতে চাই। একদম দাউদাউ।

এরপর আরমানের ফোন রিসিভ করেন নিপুণ রায়। সেখানে বলা হয়েছে-

আরমান: ভিডিও করতে পারিনি। ছবি পাঠিয়েছি। লীগের লোকজন ঘেরা। পুলিশ ঘিরে রেখেছে।

নিপুণ রায়: ওকে, সরে দাঁড়ান।

আরমান: সরে গেছি গা।

নিপুণ রায়: হোয়াটসঅ্যাপে পাঠান।

আরমান: হুম, হোয়াটসঅ্যাপেই পাঠাইছি।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

খাগড়াছড়িতে টেলিটক টাওয়ারের যন্ত্রাংশ চুরিতে তিন যুবক গ্রেপ্তার

খাগড়াছড়িতে টেলিটক টাওয়ারের যন্ত্রাংশ চুরিতে তিন যুবক গ্রেপ্তার

খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের জেলা পরিষদ পার্ক সংলগ্ন চেঙ্গী এপার্টমেন্টে অবস্থিত টেলিটক বাংলাদেশ লিমিটেডের বিটিএস টাওয়ার থেকে দুই দফায় প্রায় ১১ লাখ টাকার যন্ত্রাংশ চুরি হয়েছে। ১৫ আগস্ট বিকেলে প্রথমবার টাওয়ার ডাউন হওয়ার পর পরদিন ঘটনা স্থলে গিয়ে দেখা যায়, টাওয়ারের উপরের অংশ থেকে ছয়টি আরআরইউ (RRU) যন্ত্রাংশ চুরি হয়েছে, যার বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা। এরপর ৩০ আগস্ট রাত

১৬ বছর বয়সী নাগরিকরা নিবন্ধন করে পাবে এনআইডি

১৬ বছর বয়সী নাগরিকরা নিবন্ধন করে পাবে এনআইডি

নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের ক্ষেত্রে নতুন নির্দেশনা অনুসারে ১৬ বছর বয়স হলেই ভোটার নিবন্ধন করা যাবে এবং এনআইডি দেওয়া হবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, যারা ১৬ বছর পূর্ণ করেছেন, তারা নিবন্ধন করতে পারবেন এবং নির্বাচন কমিশন অগ্রিম তথ্য সংগ্রহ করতে পারবে। ইসি

আদালত ভবনের দোতলা থেকে লাফ দিয়ে হত্যা মামলার আসামি আটক

আদালত ভবনের দোতলা থেকে লাফ দিয়ে হত্যা মামলার আসামি আটক

নোয়াখালীতে আদালত ভবনের দোতলা থেকে হাতকড়াসহ লাফ দিয়ে হত্যা মামলার এক আসামি পালানোর চেষ্টা করেছে। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে নোয়াখালী জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালতে শুনানি শেষে পুলিশ হাজত খানায় নেওয়ার সময় এই ঘটনা ঘটে। তবে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে দ্রুত আটক করতে সক্ষম হয়। পালানোর চেষ্টা করা আসামির নাম শাহাদাত হোসেন (৩০)। তিনি চাটখিলের

পাকুয়াখালী হত্যাকাণ্ডের বিচার দাবিতে খাগড়াছড়িতে নাগরিক পরিষদের বিক্ষোভ

পাকুয়াখালী হত্যাকাণ্ডের বিচার দাবিতে খাগড়াছড়িতে নাগরিক পরিষদের বিক্ষোভ

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মঙ্গলবার সকালে পাকুয়াখালী হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভের আয়োজন করে। ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর রাঙামাটির লংগদু উপজেলার পাকুয়াখালীতে ৩৫ জন বাঙালি কাঠুরিয়ার হত্যাকাণ্ড দীর্ঘ তিন দশকেও বিচার হয়নি বলে তারা অভিযোগ করেন। বিক্ষোভ ও সমাবেশে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে মিলিত হন সংগঠনের নেতাকর্মীরা। জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মো. লোকমান হোসেনের সভাপতিত্বে

বান্দাইখাড়া ডিগ্রি কলেজে দুর্নীতির অভিযোগে তদন্ত দাবি

বান্দাইখাড়া ডিগ্রি কলেজে দুর্নীতির অভিযোগে তদন্ত দাবি

নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী বান্দাইখাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেনের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি মামুনুর রশীদ সিদ্দীক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, একসময়ের সুনামধন্য এই প্রতিষ্ঠান বর্তমানে নানা অনিয়ম ও আর্থিক