প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৫
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাসেল সর্দার (১৮) নামক এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত রাসেল ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের সাদিপুর গ্রামের নুরু সরদারের ছেলে। গতকাল রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের মানিকদহ গ্রামে সদরপুর-পুখুরিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকদহ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. সাইদ মিয়া বলেন, রাসেল রাজমিস্ত্রির কাজ করতেন। সদরপুর-পুখড়িয়া আঞ্চলিক সড়ক পাড় হতে গেলে একটি অজ্ঞাতনামা বাস তাকে চাপা দিয়ে চলে গেলে তিনি গুরুতর আহত হন।
এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রবিবার সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান বলেন, পালিয়ে যাওয়া বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।