প্রকাশ: ৩ জানুয়ারি ২০২১, ২০:০
শেখ কামাল স্পোর্টিং ক্লাব, আমিয়ান বাজার কর্তৃক আয়োজিত 'বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট-২০২০' আমিয়ান হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে 'একতা স্পোর্টিং ক্লাব, সিংড়া বাজার' এবং রানার্স আপ হয়েছে 'সততা স্পোর্টিং ক্লাব, কোলাবাজার।'
গত ১৫ ডিসেম্বর, মঙ্গলবার শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আজ ( ০৩ জানুয়ারি) অনুষ্ঠিত হয়। খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন এনামুল হক প্রিন্স, তরুণ আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রনেতা এবং শ্যামল কুমার বিশ্বাস, সমাজসেবক। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইকবাল কবির সম্রাট, সহ-সভাপতি মাগুরা জেলা ছাত্রলীগ।
তিনি বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামাল। ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের এই ক্লাব প্রতিষ্ঠা করা। ক্লাবের প্রতিষ্ঠাতা এনামুল হক প্রিন্সকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মানুষের মন ও শরীরকে অনেক দৃঢ় করে। সুন্দরভাবে বাঁচতে শরীর ও মনের সুস্থ্যতার বিকল্প কিছু নেই। খেলাধুলা আমাদের উভয় জিনিসেরই উন্নতি সাধন করে। শৃঙখলা, ভাতৃত্ব, সম্প্রীতি সৃষ্টিতেও খেলাধুলা অনেক বেশি প্রয়োজন।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুফল কুমার বিশ্বাস। তিনি সমাপনী বক্তব্যে দর্শকদের উদ্দেশ্যে বলেন, 'সামনের দিনগুলোতে আরও অনেক বড় পরিসরে আমরা টুর্নামেন্ট ছাড়বো। বিশ্ব মহামারি কোভিড-১৯ এর কারণে এবছর কোনো কনসার্ট করতে পারিনি। ভবিষ্যতে আপনাদের সহযোগিতা পেলে আরও ভালো করবো।'