প্রকাশ: ৩ জানুয়ারি ২০২১, ১৪:৩০
বরিশালে পুলিশের নির্যাতনে রেজাউল করিম রেজা (৩০) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত ৩১ ডিসেম্বর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে নেশাদ্রব্যসহ আটক রেজা পুলিশী হেফাজতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১২টার দিকে মারা যান।
মৃত রেজাউল করিম রেজা সদ্য এলএলবি পাশ করে বরিশালের আদালতে প্রশিক্ষণ নিচ্ছিলেন। তিনি নগরীর ২৪ নং সাগরদী এলাকার আঃ হামিদ খান সড়কের বাসিন্দা মোঃ ইউনুস মিয়ার ছেলে। এদিকে নিহতের পরিবারের দাবী পুলিশের নির্মম নির্যাতনের পর অতিরিক্ত রক্তক্ষরণে রেজার মৃত্যু হয়েছে। অপরদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে ২৪ নং ওয়ার্ডের স্থানীয়রা।
রেজাউল কমির রেজার পিতা মোঃ ইউনুস মিয়া বলেন, গত ৩১ ডিসেম্বর বরিশাল ডিবি পুলিশের এসআই মহিউদ্দিন তার ছেলেকে থানায় ধরে নিয়ে যায় মাদকসেবী বলে। পরে রেজাকে ডিবি কার্যলয়ে নিয়ে নির্মম নির্যাতন চালায়। এরপর আর ছেলের খোঁজ পাওয়া যায়নি।
শুক্রবার রাতে (১ জানুয়ারী) হাসপাতাল থেকে ফোন করে বলা হয় তার ছেলে প্রিজন সেলে ভর্তি আছেন, তার প্রসাবের রাস্তা থেকে অতিরিক্ত রক্ত বের হচ্ছে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহত রেজাকে রক্ত দেয়া হলেও তার সাথে পরিবারের কাউকে দেখা করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বলেন, নিহত রেজার সুরতহাল শেষে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করা হবে জানিয়ে তিনি স্থানীয় জনগনকে কোন বিশৃঙ্খলা সৃস্টি না করার কথা জানান।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিঃ জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, ৩০ ডিসেম্বর জেল হাজতে প্রেরণ করা এই আসামির ফরওয়াডিং কাগজে অসুস্থতার কথা উল্লেখ করা হয়। তাছাড়া তার শরীরে ক্ষতও ছিলো। পায়ের বাহু থেকে রক্তক্ষরণ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বরিশাল শেবাচিম হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ হরে কৃষ্ণ সিকদার জানান, রক্তক্ষরণ জনিত কারনে ১ জানুয়ারি সাড়ে ৯টার দিকে পুরুষ সার্জারী-১ ইউনিটে তাকে ভর্তি করেন কারা কর্তৃপক্ষ।বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) বলেন, নিহতের পরিবার যেহেতু অভিযোগ করেছেন সেহেতু বিষয়টি খতিয়ে দেখা হবে।